ইদানিংকালে, এ আমি রাগ ভুলে গেছি;
তবে, রাগ হয় মাঝে মাঝে,
সে-গুলো প্রকাশও হয় মনে।
প্রশমিত হয়ে যায় সময়ের টানে,
বুকে ব্যথা নিয়ে মুখে কথাও কই না।
বৃন্দাবনে যাবার কারণে,
যে আমাকে হেলাফেলা করতো নিরন্তর।
আমাকে দু'চারটে কথা শুনাতো সর্বদা;
সে-ই রাধার গোপন পরকিয়া প্রেমিক এখন!
বলেছিলাম প্রত্যয়ে যাকে, 'ভালোবাসি',
অমলিন ভালোবাসা একান্ত তোমার জন্য।
সে ভালোবাসার মুখে ছাই দিয়ে আজ
অবলীলায় ঠাঁটবাটে বৃন্দাবনে ঘুরেফিরে!
তাই, আজ ভালবাসতে বড়ো ভয় হয়।
গভীর ভালোবাসার প্রত্যাখানে বিশ্রদ্ধ হই না।
ইদানিং রাগ ভুলে গেছি;
বুকের ভেতরে ব্যথা নিয়ে
সব সত্য কথা মুখে না বলাই ভালো।
২৬/০৮/২০২২
মিরপুর, ঢাকা।