নিশিথ চাঁদের তরল রজত ছলকে ছলকে উঠে,
চাঁদের অরূপ হাসির ঝলকে বিমোহিত এই মন;
জলের উপরে ঝলকিয়া পরে পাই নাতো করপুটে,
চেয়ে থাকি শুধু কামনা রহিত বিস্ময়ে সারাক্ষণ।

বসরার লাল গোলাপের কলি চারিদিকে শত কাঁটা,
তবুও সুবাসে বিশ্ব-ভুবন জয় করো নিমেষেই;
শান্ত ও ধীর অনিন্দ্য প্রিয়তি বড়োই সাদামাটা,
তাই, অপলক চোখে চেয়ে থাকি, পুষ্পের দিকেতেই।

হাজার বছর পথ বেয়ে এসে পেয়েছি তোমারে প্রিয়,
কতো খেলা খেলো দিবানিশি তুমি কবির মগজে বসি;
দুই হাতে তুমি তুলে ধরো যেন সঞ্জীবনী অমিয়,
স্বর্গলোকের বাতায়ন খুলে লাস্যমূখী উষসী।

বিদায়ের কালে রাখি সযতনে মরম ব্যথার সুর,
অনন্তলোকে বেজে উঠে যেন গীতিকথা সুমধুর।

০৯/১১/২০২০
মিরপুর,ঢাকা।