প্রিয় কবি বন্ধুগণ! আগামী ০৭ জুন, ২০১৪, শনিবার, বিকেল ০৫ ঘটিকায় কবিতার আসরের আড্ডায় যে সকল বন্ধুগণ উপস্থিত থাকবেন, তারা দয়া করে এখানে আপনার ইচ্ছা ব্যক্ত করুন।
স্থানঃ
'আলোঘর'
বাড়ি নং-১১, ব্লক নং- ই, বর্ধিত পল্লবী, পল্লবী, মিরপুর সেকশন-১১.৫০ (এই জায়গাটা বহুল পরিচিত ''মিরপুর সাড়ে এগার'' নামে)।
আমাদের সম্মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা পোষন করেছেন-
প্রধান অতিথিঃ স্বনামধন্য কার্টুনিষ্ট, উন্মাদ সম্পাদক জনাব আহসান হাবিব
বিশেষ অতিথিঃ 'আলোঘর' সংগঠক জনাব মোঃ শহিদ উল্লাহ্
অনুষ্ঠানসূচীঃ
০১। বিকাল ৫ টা থেকে ৬ পর্যন্ত পরিচয় পর্ব এবং টা'সহ চাচক্র ও আড্ডা
০২। বিকাল ৬ টা হতে যতক্ষন থাকা হবে আলোচনা এবং আবৃত্তি
০৩। বিদায়ের আগে নাস্তাসহ চা/কফি
আপনার সবান্ধব উপস্থিতির ইচ্ছা এখানে জানান (আয়োজনের সুবিধার্থে)।
ধন্যবাদান্তে-
কবীর হুমায়ূন
০৪/০৬/২০১৪।
kabirhumayun6061@yahoo.com
https://www.facebook.com/spondane.lycium
মোবাইল- ০১৭৩৩৯৯০৯৬৫
মিরপুর, ঢাকা।
'আলোঘর' কবিদের আড্ডায় যারা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন -
১। বিষ পিঁপড়া
২। আলামীন সজীব
৩। সাবলীল মনির
৪। কবি মোঃ ইকবাল
৫। মোহাম্মদ আজিজুল হক রাসেল
৬। মাসউদুর রহমান খান (শুভ)
৭। মোঃ হাবিবুর রহমান (বাবলু)
৮। এম. আশিকুর রহমান
৯। মাহমুদুল হাসান ফেরদৌস
১০। ডিজিটাল কবি
১১। আকলিমা আক্তার রিক্তা
১২। পলক রহমান (মডারেটর হিসেব দায়িত্ব পালন করবেন)
১৩। স্বপ্নবাজ
১৪। বনমানুষ
১৫। আসগার এইচ পারভেজ
১৬। তাজুল ইসলাম
১৭। মোঃ মাহবুব আলম চাঁদ