আদম সৃষ্টি পোড়া মাটি হতে স্রষ্টার এক দান,
শিক্ষা দি’ছেন লিখতে পড়তে, ভাব-ভাষা অফুরান।
চন্দ্র-সূর্য-বৃক্ষ-তারকা সেজদা তাঁহারে করে,
ইহাদের তিনি সৃষ্টি করেন এই মানুষের তরে।
সৃষ্টি করেন ফুল ও ফসল, সুগন্ধময় ফল,
বিশাল আকাশ, বিছানো পৃথিবী, নীল সাগরের জল।
সৃষ্টজীবের প্রয়োজন তরে সাজিয়েছেন এ ভূমি,
স্রষ্টার কোন্ প্রতিদানকে অস্বীকার করবে তুমি?

নিয়মের মাঝে চলছে পৃথিবী, সূর্য সঠিক পথে,
চন্দ্র-তারকা চলছে সবই প্রভূর ইচ্ছে মতে।
সমুদ্র হতে সৃষ্টি করেন প্রবাল-মুক্তো রাশি,
রত্মগর্ভা তাঁর আদেশেই হয় না সর্বনাশি।
অস্বীকার করো স্বর্গ-নরক ক্ষুদ্র জ্ঞানের বলে!
তাঁর হুকুমেই বিশাল বিশ্ব শৃংখলা মাঝে চলে;
পারবে না তুমি ছেড়ে যেতে এই পৃথিবীর সীমা ভূমি।
স্রষ্টার কোন্ প্রতিদানকে অস্বীকার করবে তুমি?

জান্নাতে আছে প্রচুর খাদ্য, উত্তম সুন্দরী!
চির-যৌবনা, হীরা-জহরত, আনন্দ ছড়াছড়ি।
প্রিয়দের তরে সবুজ বাগান, শীতল ঝর্ণাধারা,
দোজখবাসীরা পাকড়াও হবে, পড়বে অনল-কড়া।
পারবে না কেউ বের হয়ে যেতে সেই অনলের বাড়ি,
চরমে উঠবে বিষাদের রোল, আফছুস, আহাজারি।
খেজুর-ডালিম-শীতল ঝর্ণা স্বর্গকে যাবে চুমি,
স্রষ্টার কোন্ প্রতিদানকে অস্বীকার করবে তুমি?

০২/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।
(সুরা আর-রহমানের ভাব অনুযায়ী)