বাংলা-কবিতা ডট কম ওয়েবসাইটটি বর্তমান সময়ে বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ ওয়েব পোর্টাল। দীর্ঘ সাড়ে আট বছর (২১ ফেব্রুয়ারী,২০০৯ শুরু) যাবত চলে আসছে। এরই মাঝে কবিতার আসরে দুই লক্ষ কবিতার মাইলফলক অতিক্রম করেছে। বাংলা কবিতা ডট কম ওয়েবসাইটটিকে এবং এ ওয়েব পোর্টালে যারা লিখছেন তাদেরকে অভিনন্দন। কবি সৌভিক সানি-এর কবিতা 'অনুভূতিরা' (https://www.bangla-kobita.com/shouviksunny2311/anubhutira/) কবিতার আসরে 'দু'লক্ষ একতম' কবিতা। কবি সৌভিক সানির প্রতি শুভেচ্ছা জানাই।
বাংলা-কবিতা ডট কম ওয়েবসাইটের সকল কবি, পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।