আমার প্রাণে জেগে উঠে তোমার অরূপ ছবি;
তাই বুঝি আজ মর্ত্যলোকে আমি বেভুল কবি।
তোমার রূপের ঝর্ণাধারা আমায় করে আত্মহারা
তোমার নামে প্রেমের গোলাপ ছড়াই পথে পথে;
অপলকে রই যে চেয়ে আসবে তুমি সোনার মেয়ে
রুদ্ধ ঘরের অন্ধকারে চড়ে সোনার রথে।
অর্ঘ্য রূপে তুলে ধরি এই জীবনের সবই,
নিত্য আঁকি চিত্ত তলে তোমার অতুল ছবি।
আমার সকল চাওয়া পাওয়া তোমার কাছে রাখি,
ক্লান্ত মনের বিষন্নতায় তুমি অমর-সাকি।
সহস্র ভৃঙ্গারে ঢালো সুধা রূপে প্রেমের আলো
পান করে তা জীবন লভি’ চেতনবিদ্ধতার;
মোহের মায়া ছিন্ন করে রইবো শুধু তোমার ঘরে
দয়া করে দাও সরিয়ে আমার অন্ধকার।
যা পেয়েছি এই জীবনে সবই হলো ফাঁকি,
করুণাতে পদতলে আমায় লহো ডাকি’।
১৮/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।