মুক্তির দাবীতে ঐক্যবদ্ধ হোক প্রাণ,
শহরে-বন্দরে গ্রামে ও গঞ্জে,
শ্রমজীবী মানুষের বঞ্চনার অবসানে,
রক্তাক্ত বিক্ষোভে হোক শিকল ভাঙ্গার গান!
মুক্তির দাবীতে ঐক্যবদ্ধ হোক মানুষের প্রাণ।

কবিদের শব্দ, শ্রমিকের ঘাম
একীভূত হোক আজ বিশ্বময়;
আন্দোলন ও সংগ্রামে হবে শোষনের ক্ষয়,
রক্তদানকারী শোষিতের দল
বেহিসেবী জীবনের তারা, কভু নিঃস্ব নয়;
একীভূত হোক আজ শোষণ-বিপক্ষে বিশ্বময়।

ভেঙ্গে ফেলো আজ শিকলের জের
দিগন্ত থেকে দিগন্তে।
আজ বশ্যতাকে অস্বীকার করো
মেহনতি সব শ্রমজীবীগণ!
শোষকের দল সালাম জানাবে মোহন্তে
তখতো ফেলে ভক্তরূপে দিগন্ত থেকে দিগন্তে।

০৫/০১/২০১৮
মিরপুর, ঢাকা।