আজ ১৬ মার্চ ২০২০ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী-এর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করে কবিতার পিডিএফ (কবিতার অনলাইন ম্যাগাজিন) প্রকাশে জন্য কবিতা জমা দেয়ার কার্যক্রম শুরু হলো। তা চলবে, ১৮ মার্চ পর্যন্ত।
যারা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পিডিএফ ম্যাগাজিনে প্রকাশ করতে আগ্রহী; তারা, এ কার্যক্রমকে সহায়তা করার জন্য, বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে প্রকাশিত কবিতার নিচে অবশ্যই 'মুজিব শতবর্ষ' কথাটি লিখে দিতে হবে (এতে প্রকাশিত কবিতাটি আমাদের খুঁজে পেতে সহায়ক হবে)।
একজন কবি শুধুমাত্র একটি কবিতার নিচে 'মুজিব শতবর্ষ' কথাটি লিখবেন। একাধিক কবিতা পিডিএফ-এর জন্য জমা দিলে, সবগুলোই বাতিল বলে গণ্য হবে।
কোন কবি যদি, বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে কোন কবিতা বাংলা কবিতার আসরে ইতোপূর্বে প্রকাশ করে থাকেন এবং সেই কবিতাটি পিডিএফ-এ প্রকাশের ইচ্ছা করেন; তবে, আগের পোস্টখানা মুছে দিয়ে, বিজ্ঞপ্তি মোতাবেক পুণরায় প্রকাশ করে দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ যে সকল কবিগণ 'মুজিব জন্মশতবর্ষ' উপলক্ষ্যে তাদের কবিতা অনলাইন ম্যাগাজিনে জমা দেবেন; তাদের প্রোফাইল ছবিসহ যথাযথভাবে হালনাগাদ (Update) করে সম্পাদনা করুন। যে সকল কবির নাম ইংরেজী অক্ষরে লিখেছেন, তারা কবির নামটি বাংলায় করে নিন।
ধন্যবাদ।