কবি সুমনা হাজরা ইহধাম ত্যাগ করেছেন ২৪ জুন, ২০১৭ ( তাঁর স্বামী অনিমেষ হাজরার তথ্য অনুযায়ী)। তিনি বাংলা-কবিতার আসরে খুব বেশি পোস্ট দেননি। একটি তাঁর মায়ের লেখা এবং মাত্র একখানা নিজের লেখা কবিতা পোস্ট করেছেন। আর আলোচনা বিভাগে দু'টি পোস্ট।

কবির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর বিদেহী আত্মার স্বর্গলাভ কামনা করছি।

জনাব অনিমেষ হাজরা, পরিপূর্ণ ঠিকানা পেলে নিশ্চয় কোলকাতার আসরের কবিগণ সশরীরে উপস্থিত হয়ে সমবেদনা জানানোর সুযোগ পেতো।

স্বর্গীয় সুমনা হাজরাকে উৎসর্গিত-

সুমনা হাজরা
কবীর হুমায়ূন

অজানার দেশে চলে গেছো তুমি-
        মন খারাপের কাল,
দোয়া রাখি যেন মাফ হয়ে যায়
        জীবনের জঞ্জাল।

জীবনের যত ভুল ও ভ্রান্তি
        ক্ষমিও বিশ্ব-পিতা!
পাপি-তাপি যত তোমারই সৃষ্টি
        তুমিই তাদের মিতা।

সুমনা হাজরা! শান্তিতে থেকো-
         বলি, তুলে দুইহাত;
বিশ্বপিতার দরবারে আজ
        কায়মনে মোনাজাত।

০১/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।