মায়ার মদ্য পান করি তুই হুস হারালি ভুবনে,
দিবানিশি ঘুরলি সদাই মোহ-মায়ার কাননে।
দেখলি না তুই নয়ন খুলে
পড়ে আছিস মহাভুলে;
ভাবের জীবন যাবে চলে অন্ধকার অরণ্যে।

ছয়জনারই ছলে পড়ে হইলি রে তুই অপরাধী,
বলবি কি হাকিমের কাছে হবি যখন তুই বিবাদী।
আমার আমার করে গেলি
আমার বলে কি-বা পেলি?
মাতাল হয়ে সব হারালি চললি শুধু উজানে।

০৬/০১/২০২৫
ঢাকা।