সত্তরের দশকের অন্যতম কবি মাকিদ হায়দার আজ ১০ জুলাই, ২০২৪ (বুধবার) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার দোহারপাড়ায়।
মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), ও পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)।
বাংলা কবিতা ডটকম-এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।