পড়ে আছে পানের বাটা,
তসবি ছড়া, জায়নামাজটা,
বিছনা-পাটি পরিপাটি
নেইকো শুধু মা আমার।
কান্দে আমার শূন্য হিয়া
করে শুধু হাহাকার।
কোথায় গেলি একলা ফেলি'-
মা আমার।
ঘরে ঢুকি’ চুপিসারে,
হয় মনে মা আছে ঘরে,
ডাক দিয়ে সে বলবে, ‘ওরে,
খোকা তুই কি এলি আবার?’
শুণ্য ঘরে আতি পাতি,
খুঁজি বেড়াই দিবা-রাতি,
দেয়না দেখা সাধ্বী-সতী,
পরান কেঁদে জারেজার।
কান্দে আমার শূন্য হিয়া
করে শুধু হাহাকার।
কোথায় গেলি একলা ফেলি'-
মা আমার।
ঘোর অন্ধকার কবর মাঝে,
মা-জননী শুয়ে আছে,
ডাকি যতো, 'মা' 'মা' বলে,
জবাব পাইনা আমি তার।
ওগো প্রভু, হে দয়াময়!
অসহায়ের খুব সদাসয়,
মা যেন পায় সকল সময়-
ছোঁয়া তোমার করুণার।
বলি আমি তুলে দু’হাত-
মা-কে আমার দিও নাজাত,
তুমি প্রভু করুণার জাত-
রহমান যে নাম তোমার।
ছোট্টকালে যেমন করে-
লালন করে কষ্টাদরে,
রেখো তুমি তেমন করে,
হে পরওয়ারদেগার!
মায়ের দুধের ঋণ শোধিবো,
তার বিনিময় কিবা দিবো?
দেহের রক্ত সবই মায়ের,
নাইতো কিছু এই আমার।
কান্দে আমার শুণ্য হিয়া
করে শুধু হাহাকার
কোথায় গেলি একলা ফেলি'-
মা আমার।