কষ্ট নেবে? কষ্ট!
হরেক রকম কষ্ট আছে, একেবারে পষ্ট।
কষ্ট নেবে? কষ্ট!
নীলা কষ্ট, তিলা কষ্ট, কুমড়ো কষ্ট আর
হলুদ কষ্ট, সবুজ কষ্ট, কষ্ট অবিকার।
কষ্ট নিলে আর হবে না জীবনখানি নষ্ট।
কষ্ট নেবে? কষ্ট!
কষ্ট আছে মোটা-তাজা, কষ্ট আছে লাল,
কষ্ট খেলে মিষ্ট হবে অনাগত কাল।
হালি দরে বেচা-কেনা, নিলে দেবো অষ্ট।
কষ্ট নেবে? কষ্ট!
রাতের কষ্ট, দিনের কষ্ট, সকাল বেলার কষ্ট,
দুঃখ মাখা কষ্টগুলো একটুখানি মিষ্ট।
তিতা কষ্ট নিতে পারো এক হাসিতে ষষ্ঠ।
কষ্ট নেবে? কষ্ট!
ভালোবাসার কষ্ট আছে, কান্না ভরা সুখ,
কষ্ট পেলে হবে নাকো জীবনটা উজবুক।
বিচ্ছেদেরই কষ্ট-ফেনা কুচকচে নীল পষ্ট।
কষ্ট নেবে? কষ্ট!
কষ্ট ধারায় জীবন গেলো নষ্ট হলাম না,
ভালোবাসার ছোঁয়া দিয়ে তুষ্ট করলো না।
আকাশ পাড়ে ছড়িয়ে দিলাম জীবনের অষ্পষ্ট-
এখন আমি মুক্ত বিহগ- ফেরি করি কষ্ট।
কষ্ট নেবে? কষ্ট!