'লওহে-মা'ফুজ' আল্লা'র ঘর আসমানের উপর,
সেথায় রাখা কোরানখানি 'কাবা' বরাবর।
নয় জাদুকর, নয়তো কবি,
তিনি হলেন রবের নবী,
হেরা গুহার অন্ধকারে পেলেন নূরের স্বর,
ইসলামের ঐ জয়ডঙ্কা বাজলো মর্ত্য 'পর।
জন্ম থেকে চল্লিশ বছর 'আল-আমিন' তাঁর নাম,
শুভ্র হলে কেশের রেখা পেলেন এই কালাম।
সত্যবাদীর মুখের কথা
নয়তো হেলার, বাতুলতা,
জ্ঞানী যাঁরা বোঝলো তাঁরা' দিলো সঠিক দাম,
দৃঢ় চিত্তে করলো স্বীকার মহা-প্রভুর নাম।
এ বাণীতো নয় কবিতা, নয় মানুষের কথা,
'অবিশ্বাসী! তৈরী করো একটি আয়াত যথা।'
বিশ্বলোকের রহম তরে
এলেন নবী আরব-ঘরে,
মানব প্রেমের শুদ্ধ পুরুষ চরিত্রে নম্রতা,
আল্লা বলেন- 'রসুল তিনি, আমার পরম মিতা।'
সেই মানবে কোরআন দিলেন আল্লাহ রহমান,
পাহাড় বুকে কোরান দিলে হতো যে খান খান।
কোরান হলো জীবন ধারা
সত্য বলে মানেন যারা,
তারাই সুফি, গাউস, কুতুব, আল্লা'র মেহমান,
করুণাতে মানব কূলে কোরান করেন দান।
মুসলিম ভাই দৃঢ় হাতে ধরো কোরানখানি,
সাথে রেখো নবীর হাদিস সত্য বলে জানি’।
সব অবসাদ হবে বিলয়
মর্ত্যলোকে আসবে বিজয়,
আবু বকর, ওমর আরো ওসমান, আলীর বাণী,
সত্য জয়ের বৈজয়ন্তী উড়বে বিশ্বে, জানি।
বুকে কোরআন ধারণ করো শুদ্ধ-চেতন মনে,
দেখবে তুমি বিশ্বজয়ী সকল রণাঙ্গনে।
বুঝে পড়ো কোরআন কথা
বুকে ধরে বিমলতা
মিথ্যা সকল সরে যাবে গহীন আঁধার বনে,
সত্য এবং সুন্দরের সেই গভীর আবাহনে।
২৬/০৭/২০১৪।