কলাবতি মেয়ে! দূর কল্পলোক থেকে
শিশিরের মতো নেমে এলে এই মর্ত্যে;
কবোষ্ণ-চেতন দোলে, রই অনিমিখে,
তরল জোছনা ঝরে, পারিনি ধরতে।
দূর পথে চলে যাও আগুন ঝরানো
কৃষ্ণচুড়া শাড়ি পড়ে, সূর্য-টিপ ভালে,
দীঘল হরিণী চোখ; প্লাবন তাড়ানো
এ কবি মন নেহারে মন্ত্রমুগ্ধ হালে।
নৃত্য-গীতে কলাময়- চন্দনে চর্চিত
কৃষ্ণকলির বল্লরী; চেতন মানসী!
প্রত্যহ কামনা করি তোমারই হিত,
দেবী-রূপ-জ্ঞানে কলাবতি, প্রাণতোষী।
বিসারি রহো মননে কল্পনার স্তরে,
চেতনবিদ্ধময় প্রতীতির অন্তরে।