কৈশোর প্রেম হঠাৎ আসিয়া বেদনা জাগায় মনে-
যেন নাগিনীর বিষ জ্বালা জ্বলে বিষাদিত অন্তরে;
জ্যোস্নার তলে আমরা দু’জন নির্ঘুমে গেছে বনে,
ভালোবাসা কত ঝরিত নিয়ত অমরার হাত ধরে।
মেঘনার জল উথাল পাথাল ঘন ঘোর বরিষণে
সিক্ত হতেম বিনোদ ছোঁয়ায় চাহিত না মন ঘরে;
আনন্দ ধারা, মেঘলা আকাশ নেচে যেতো এক সনে,
সুখের পরশে নীলাভ জলধী কাঁপতো যে থরে থরে।
অতীত শোচনা জেগে উঠে আজ করুণ বাঁশির সুরে-
মন শুধু আজ কাঁদিয়া ফিরিছে, কুয়াশায় ঢাকে চোখ;
আজকের দুখ দ্বিগুনিত হয়ে অন্তর যায় পুড়ে,
কি দিয়ে নাশিবো বুকের যাতনা? অন্তর ভরা শোক!
হায়রে অতীত! সুখময় দিন গহীন রাতের কালে-
বারবার এসে গ্রাস করে যাও, পোড়াও অন্তরালে।