বাংলা কবিতা ওয়েবসাইটের বাংলাদেশের কবিদের ৮ম মিলনমেলা।

কবিদের মিলনমেলা ও আড্ডার স্থানঃ-
বাসা নং- ৩৩৮/১, আহম্মদ নগর, মিরপুর-১, ঢাকা।

তারিখঃ- ১২ জানুয়ারী,২০১৮।
সময়ঃ- বিকেল ৩-০০ টা থেকে সন্ধ্যা ৮-০০ ঘটিকা।

আড্ডাখানার পথ নির্দেশনাঃ-
'কিয়াংসি চাইনিজ ও পার্টি সেন্টার' (চাইনিজ রেস্ট্রুরেন্ট নামে খ্যাত)-এর অপজিটের রাস্তা (পুরো রাস্ত জুড়ে একটি সাইনবোর্ড আছে- 'বশিরউদ্দিন আদর্শ স্কুল এণ্ড কলেজ') দিয়ে এগিয়ে গেলেই হাতের ডানদিকের ২ (দুই)টি গলির পর তৃতীয় গলি 'মনিরউদ্দিন জামে মসজিদ' (মসজিদ রোড নামে খ্যাত) রোড়ের বামদিকের ৪ (চার)টি বাড়ির পরের বাড়ি।

মোবাইল- ০১৬২৫৯৩৮১৩৮ (রুনা লায়লা)
             ০১৯৯২-১৮৯০১০ (অনিরুদ্ধ বুলবুল)
             ০১৭৩৩-৯৯০৯৬৫ (কবীর হুমায়ূন)

দেখুন- http://www.bangla-kobita.com/kabir/kobider-milon-chokra/


নিমন্ত্রণপত্র

শুনো ওহে, কবিবন্ধু! জানুয়ারির বার-তে;
শুক্রবারে মিরপুর- ১-এ এসো মিলনমেলাতে।
মিলন মেলার দাওয়াত দিলাম- সবান্ধবে এসো ভাই,
হাসতে হাসতে চলে এসো, জমবে কবির আড্ডাটাই।
তিন ঘটিকায় হাজির হবে সাথে নিয়ে নিজ লেখা,
আবৃত্তি আর গল্প হবে, জল-পানি-চা আর দেখা।
আরো কিছু জানতে চাইলে মোবাইলে কও মন খুলে,
আয়োজনে- রুনা লায়লা, অনিরুদ্ধ বুলবুলে।

ভালোবাসা বড়োই খাসা উপস্থিতি চাই তোমার,
এবার থেকে প্রতি মাসে  আড্ডা হবে চমৎকার!
আবার বলি- চলে এসো, বার তারিখ শুক্রবার,
ভুল করো না কবি তুমি, বলছি তোমায় বারেবার।
তোমার জন্য অপেক্ষাতে থাকবো সবাই, হে বন্ধু!
ষোলকলা পূর্ণ হবে তুমি যদি রও শুধু।

০৩/০১/২০১৮
মিরপুর, ঢাকা।