২০ ফেব্রুয়ারী, ২০১৮ কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় যাদুঘর, ঢাকায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো 'কবি সম্মিলন,২০১৮'। উপস্থিত কবিবৃন্দের উপস্থিতি আশানুরূপ না হলেও একেবারে কম হয়নি।  প্রায় ৭০/৭১ জন কবি উপস্থিত হন। তন্মধ্যে আমাদের কবিতার আসরের কবি ছিলেন ৪০/৪৫ জন। কবিতার আসর এবং কবিতার আসরের নিমন্ত্রিত কবিগণ, যারা উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে 'বাংলা কবিতা ডট কম'-এর আয়োজকদের একজন সদস্য হিসেবে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

উপস্থিত কবিদের নামের তালিকা-
অনিরুদ্ধ বুলবুল
আফরিনা নাজনীন মিলি
আবু হক মুসাফির
আলমগীর সরকার লিটন
উত্তম চক্রবর্তী
এ কে এম মোস্তাফিজুর রহমান
এমকে চৌধুরী রানা
এস এম নূর
কাজী আনিসুল হক
কামরুল ইসলাম ফরহাদ
খায়রুল আহসান
গোলাম রহমান
ছবি আনসারী
জ. র. জিম
জসীম উদ্দিন মুহম্মদ
জাহিদ হোসেন রঞ্জু
জে আর অ্যাগনেস
নজরুল ইসলাম
নাজমা আক্তার
পলাশ দেব নাথ
পি কে বিক্রম
ফরিদ হাসান
মনোয়ারা কুমু
মলয় গাঙ্গুলী
মিনু গরেট্টি কোড়াইয়া
মিম মাশকুর
মুহাম্মদ মনিরুজ্জামান
মুহাম্মদ রুহুল আমীন
মোঃ জাহাঙ্গীর আলম
মোঃ ফাহাদ আলী
মোঃ মোজাম্মেল হোসেন
মোজাহারুল ইসলাম চপল
মোনায়েম সাহিত্য
রইস উদ্দিন খান
রবিউল হাসান
রুনা লায়লা
রুহুল আমীন রৌদ্র
শাহানারা ঝরনা
শেখ ফরিদ
সব্যসাচী পাঠক
সরকার মুনীর
সাবলীল মনির
হুমায়ুন কবির
অনিকা আনজুমী অরিন
আইনুন নাহার
আতিক হেলাল
আনোয়ার বাবু
আনোয়ার হোসেন
আফরোজা আক্তার
আরিফ
আলফ্রেড বারোই
আসাদ ইসলাম
ইমতিয়াজ আহম্মেদ শুভ
ওমর ফারুক
ওয়ালিউল্লাহ
ডাঃ ইনামুল হক আজাদ
তাসলিমা রুবি
নায়ার সুলতানা লাবনী
ফরিদুজ্জামান
ফারুকী ওমর
মামুন
মোঃ জাহিদ হাসান
মোঃ সাকিল হাসান
রবিউল
রাসেল হোসেন
লিণ্ডা আমিন
শাহজাহান ভূঁইয়া
শেখ সামসুল হক

'বাংলা কবিতা ডট কম' আয়োজিত 'কবি সম্মিলন,২০১৮' অনুষ্ঠানে  নিমন্ত্রিত কবিদের মধ্যে 'অনুপ্রাস জাতীয় কবিতা পরিষদ'-এর নির্বাহী সম্পাদক কবি শেখ সামসূল হক,  'অনুশীলন কবিতা পরিষদ'-এর 'মায়ের মতো বোন' খ্যাত কবি লিণ্ডা আমিন, 'কাব্যকথা কবিতা পরিষদ'-এর কবি শাহজাহান ভূঁইয়া, 'ম্যাজিক লণ্ঠন'-এর সম্পাদক কবি ফরিদুজ্জামান, বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, কবি তাসলিমা রুবি, আবৃত্তিকার অনিকা আনজুমী অরিন প্রমূখ বিশিষ্টজন উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে আরো আনন্দমূখর করে তোলার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।

বিবিধ কারণের প্রেক্ষিত আমরা আমাদের কাঙ্খিত সিডিউল অনুযায়ী সবকিছু সমাধা করতে পারিনি। হয়তো, এতে উপস্থিত কবিগণকে যথাযথ আনন্দ দান করতে সক্ষম হয়নি।  কবি সম্মিলন,২০১৮ এর আয়োজনে যতটুকু সাফল্য, তা' উপস্থিত হওয়া সকল কবিবন্ধুদের। আর যে সকল ব্যর্থতার জন্য আমাদের সম্মিলন পর্যাপ্ত আনন্দঘন হয়ে উঠেনি, তা সকলই আয়োজক হিসেবে আমাদের। ভবিষ্যতের কবি সম্মিলনে আপনাদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ও সহযোগীতার আশা রাখি। আসরের সকল কবিগণ সুন্দর ও সুস্থ থাকুন।

২১/০২/২০১৮
মিরপুর, ঢাকা।