কবি, হাতটি বাড়িয়ে দাও, ধরি তোমার হাতখানি,
জগতের সব দুঃখ-বেদনা পরিহার করে
                 তোমাকে ল'বো বক্ষে টানি।
কে তোমায়  দিয়েছে বেদনা? কেবা দিয়েছে শোক?
কে তোমায় টানেনিকো কাছে পাতিয়া কোমল বুক?
তাহারই তরে লিখে যাও বুঝি
                দুঃখ ভরা শ্লোক?
কবি তো মানুষ নয়, নেই প্রাপ্তির সুখ পাওয়া,
পথের কিনারে যতটুকু পায় ততটুকু তার চাওয়া,
কবি-মন হলো স্বর্গ-চেতন বিশুদ্ধতায় নাওয়া।
আকাশের নীলে ছবি আঁকে কবি
               চেতনার ক্যানভাসে,
সাতশ’ সাগর হয় যে অমর
               শিশির সিক্ত ঘাসে।
চেতনার ঘরে আগুনের ঝড় তুলে আনো তুমি কবি,
মৌণ পাহাড়, উত্তাল সাগর এখন তোমার সবই।
বিস্তৃত মাঠে একা কেনো তুমি?
             আঁধার কেটে আনো আলোময় রবি।

১৪/১০/২০১৪।
মিরপুর, ঢাকা।