আজিকার দিনে কবি ও অ-কবির চলছে লড়াই ভারী-
কবির উপর দোষারোপ বড়, সে ভোলা-অহংকারী।
ভালোবাসে কবি গাছ ও পাথর, মাটির সোঁদাল ঘ্রাণ,
আকাশের তারা, চাঁদের জোছনা, সাগর-জোয়ার-বান।
ভালোবাসা তার নিখাঁত-মধুর স্বার্থপরতাহীন;
অ-কবিরা বলে, তা' সবই ভনিতা মিথ্যাতে কবি লীন।
প্রেমের মোহেতে ভালোবাসে কবি একটি লতার পাতা,
আদরে-সোহাগে, স্নেহে-মৈথুনে সাজায় যে তাঁর খাতা।
মরমের সব বেদনার রঙ লেখনীতে ভরে কবি -
আঁকিছে নীরবে আগামি দিনের বিজয়-চেতন ছবি।
কোথা পাবে তুমি শুভ্র হৃদের এমন কবির ছোঁয়া!
হৃদয় যাঁদের সাগর সদৃশ, আকাশ নীলের ধোয়া।
হায়রে কবির প্রাণ !
যুগ যুগ ধরে তোমারই তরে গাহিছে অমর গান।