জ্যোৎস্না ধারা পড়ছে চুঁইয়ে শর্ষে ফুলের হলুদ বনে,
আয়রে সকল ছেলে মেয়ে খেলবো 'বউছি' আপন মনে।
আয় শেফালী, আয় অলোকা, দূর্গা দাসী তুইও আয়,
মনে জাগে উতল হাওয়া ঘরে থাকা বিষম দায়।
কোথায় জালাল, রোজারিও, সমীর কুমার রইলি কই?
হলুদ বনে গীত হবে আজ আয়রে ছুটে ফেলে বই।
অঙ্ক কষা, গল্প পড়া, পাঠ্য পুস্তক সব ফেলে আয়,
মায়ের শাসন, বোনের আদর ছিন্ন করে এ জোছনায়।
জ্যোৎস্না তলে নাচবো আজি উদ্দামতার রঙ মেখে,
বলবে না কেউ নষ্ট কথা উচ্ছ্বলতার ঢং দেখে।
'বউছি রাণী' দূর্গ দাসী ঐ পালায়ে যায় ছুটে,
আটকা তারে আঁচল ধরে যায় না যেন বউ টুঁটে।
শীতের কাঁপন যায় হারায়ে রক্ত তাপের উষ্ণতায়,
উদোম শরীর শিশির মাখে জোছনা ঝরা রাত বেলায়।
সাঙ্গ হলে খেলা সকল ঘরে এসে সুবোধ হই,
লক্ষী ছেলে তখন আমি মায়ের বুকে লুকিয়ে রই।
সরলতার শুভ্র ফেনা মা জননীর কোমল হাত,
রয় জড়িয়ে ভালোবাসায় যায় হারিয়ে কালো রাত।