চাঁদের জোছনা গড়িয়া পড়ছে শ্যামল গাঁয়ের পথে,
তুমি আর আমি কাঁচা পথ ধরে ধীর লয়ে যেতে যেতে-
হাতটি আমার ধরেছো যতনে তোমার হাতটি দিয়ে,
ভাষাহীন কথা কতোই বলেছি কল্পনার রঙ পিয়ে।
অতীত ছিলো না, বর্তমান নাই, শুধুই ভবিষ্যত;
আজ তুমি কই কোন পথে চলে তোমার মোটর রথ?
আজো আমি আছি দুঃখ রচিয়া কাব্যতায় সুখ আনি,
অন্তর ব্যথা ঝরিছে নিয়ত কেটে অন্তরখানি।
পিপাসিত মন করে ক্রন্দন রজনী জাগিয়া রয়,
আপনার মনে আপনি বসিয়া দুঃখের কথা কয়।
রাতের শিশির, ঘুম হারা পাখি, বেদনায় কেঁদে যায়,
তোমার রচিত দুঃখ আসিয়া নিয়ত পোড়াতে চায়।
দুঃখবোধের সরলতা আজ অন্তরে ধরে প্রিয়ে!
জ্যোৎস্না রাতে একা একা হাঁটি সে-ই কাঁচা পথ দিয়ে।
২৭/০১/২০১৩।