তোমারই তরে আমারই ঘরে
জ্বালিয়ে রেখেছি সাঁঝ-বাতি;
জীবন ঘসিয়া গাহি মর্সিয়া
প্রিয়তমা তরে লাজ রাখি।

স্বপন বান্ধি গোপনে কান্দি
পরশন দাও প্রিয় প্রিয়মন;
আরাধনা করি' প্রতিদিন মরি
তোমারই তরে, এই অভাজন।

সুরের রাগিনী বুঝে কি যামিনি?
লুব্ধক জ্বালে নীলাভ আলো;
আঁধারের তলে কতো কৌশলে
ভালোবাসা বাসি ঘুচায় কালো।

কামনার জল বড়ো টলোমল
সরোবর আজ টই টুম্বুর;
মিথ্যে-স্বপন সোহাগী বেদন,
মানব জীবন ওই অম্বুর।

মিরপুর, ঢাকা।
২২/১১/২০১৩।