বেলা শেষের স্রোতে যখন উজান পানির তোড়,
আরেকটিবার লম্ফ দিয়ে আন রে মনের জোর।
পথে পথে দে বিলিয়ে এই জীবনের ঋণ,
একদিন তুই হয়ে যাবি অস্তপারে লীন;
স্বপ্নগুলোর দুয়ার খুলে দে রে, ও কমজোর।

এই জীবনের সম্ভাবনা নিরন্তরে খেলে,
নীল বিষাদের নোনাজলে ভাসে অবহেলে।
আদ্যিকালের সূর্যগুলো পুড়ে পুড়ে ছাই,
জ্যোৎস্না ঝরা স্বপ্নগুলো শুধু খুঁজে যাই;
ধোঁয়াশাতে জীবন চলে চপল চরণ ফেলে।

আদর্শ আজ ছেঁদো কথা রাজনীতির এ মাঠে,
মুক্তিযোদ্ধা ভাত খেতে যায় রাজাকারের বাটে।
গণতন্ত্রের গল্প শোনায় চরম স্বৈরাচার,
সত্য-মিথ্যায়  নাই যে ফারাক, শূন্য অন্তঃসার;
ধর্ম কথা ভণ্ড শোনায় হাটে-মাঠে-ঘাটে।


২৪/০১/২০১৯
মিরপুর, ঢাকা।