এসো করাত চালাই- চেতনার মাঝে,
অসুরের চিন্তাগুলো কেটে ফেলি আজ;
চিন্তনে জাগুক মানুষের কারুকাজ-
আলোকধারা আসুক মানব সমাজে।
এইখানে চারিদিকে অশুভ বিরাজে-
প্রভাতে টানিয়া আনে বিদায়ের সাঁঝ;
মানবের ভালে আঁকি প্রেমেরই তাজ,
তাই, করাত চালাই চেতনার মাঝে।
সাগরের দুর্দমতা অন্তরে উঠুক-
ভেঙ্গে ফেলি আজ সব বাঁধার দেয়াল;
কর্মগুলো এখানে পুষ্পরূপ ফুটুক,
সরাতেই হবে আজ চতুর শেয়াল।
এসো, হাত রাখি হাতে প্রাণের উল্লাসে,
কর্ম হোক দৃপ্ততায়- অসত্য বিনাশে।