স্বর্গ থেকে আদম-হাওয়া এলো ধরার 'পরে,
এই পৃথিবীর সন্তান নয় তাঁরা, জেনো, ওরে!
তাই বলা যায়, মানুষেরা হলো 'এলিয়েন';
কর্ম শেষে আপন দেশে আবার যাবেই ফিরে।

বৃক্ষ-লতা, পশু-পাখি, যতো জানোয়ার,
তাদের সাথে এই মানুষের মিল পাওয়া যে ভার;
বাঁচার তরে অভিযোজন নিত্য করে তারা,
মানুষ যে ভিন-জগত-প্রাণী! এই হলো যে সার।

মহাবিশ্বে গ্রহে গ্রহে আছে এলিয়েন,
আমরা সবাই পরস্পরের বন্ধু এবং ফ্যান!
লক্ষ বছর পরে হলেও দেখা হবে, জানি;
চিরন্তন এই সত্যবাণী, যাচ্ছো ভুলে ক্যান?

০৬/১০/২০২২
মিরপুর, ঢাকা।