একজন কবি সত্য এবং সুন্দরের প্রতিনিধি। তাই, কবির গোপন করার কিছুই নেই। কবি আকাশের মতোন নির্মল। কবি পৃথিবীর মতো সর্বংসহা। কবির জন্মের পর মৃত্যু নেই। কবির উত্থান আছে। কবির কখনো ধ্বংস নেই। অতএব, কবি একজন চিরঞ্জীব এবং সাদা মনের মানুষ।
একজন কবি অন্ধকারের ভেতরে প্রজ্জ্বলিত করেন আলোকমালার বিচ্ছুরণ- তমসাবিনাশী বিদ্যুতশিখা! পুঁথিগন্ধময় অ-প্রেমের ভেতরে মন ভালো করা অজস্র পুষ্পের সৌরভ কবিই সৃষ্টি করতে পারেন। দু'হাত বাড়িয়ে একজন কবি দৃপ্তকণ্ঠে বলতে পারেন- 'আমি ঈশ্বরের প্রতিনিধি; আমি ঈশ্বরের কথা কই...'
সে-ই কবি কখনোই নিজেকে আড়াল করে রাখতে পারেন না। তাই, অনুরোধ, আপনি প্রকাশ করুন নিজেকে আপন বলয়ের মাঝে; আপনাকে তুলে ধরুন প্রকাশ্যে। আপনার প্রোফাইলে হালনাগাদ তথ্যের- (পরিচিতি, নিজ ছায়াচিত্র, জন্মস্থান, বর্তমান বাসস্থান ইত্যাদি ) বিষয়গুলো সংস্থাপন করুন। মনে রাখবেন, বাংলা কবিতার আসর একটি পরিবার। অপরাপর কবিদের কাছে নিজেকে তুলে ধরুন প্রিয়জন রূপে। নচেৎ, আপনার সাথে মন্তব্যে না থাকার কথা ভাবতে হবে। সকলের প্রতি শুভ কামনা।
১০/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।