(শিশুতোষ ছড়া)
এক একে এক
বাবা বলেন- খাতার উপর সুন্দর করে লেখ্ ।
দুই একে দুই
বিদ্যালয়ের পড়ার শেষে তাড়াতাড়ি শুই।
তিন একে তিন
মায়ের আদেশ- ‘কাজ করিও, না করিও ঋণ।
চার একে চার
রাত্রিকালে থাকি নাকো নিজের ঘরের বাইর।
পাঁচ একে পাঁচ
বৃক্ষ নিধন বন্ধ করে লাগাই নতুন গাছ।
ছয় একে ছয়
সত্য কথা বলবো সদা, মিথ্যা কথা নয়।
সাত একে সাত
টিভি দেখে, গেম খেলে করবো না পার রাত।
আট একে আট
লেখাপড়ার পাশাপাশি করবো চারুপাট।
নয় একে নয়
চলবো এমন- ভালো ছেলে যেন সরে কয়।
দশ একে দশ
সারাজীবন থাকবো আমি দেশ মায়েরই বশ।
০৯/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।