দূর বাউলের গান শুনি আজ, আমার হৃদয় মাঝে,
ছলছল চোখে ডাকিও না আর অবেলার এই সাঁঝে।
            গৃহহারা এই পরবাসী আমি
            দীঘল পন্থে ঘুরি দিবাযামী
বুক ভাঙা সুর ঝরে ঝুরঝুর মন যে বসে না কাজে।
দূর বাউলের গান শুনি আজ আমার হৃদয় মাঝে।

পরাণ কাঁদিছে ওগো অভিমানী! ছলছল চোখে কেঁদো না,
উথাল নদীতে জেগেছে যে ঢেউ, আমার মনেও বেদনা।
            ব্যথাতুর আঁখি জলে টলমল
            বিরহবেদনে হয় সে উতল
আঁখির সলিলে তুমি ঢেকে দিলে ব্যথা মোর, মরি লাজে।
দূর বাউলের গান শুনি আজ, আমার হৃদয় মাঝে।

খুঁজে ফিরি আমি প্রিয়তি আমার, পৃথিবীর সীমানায়,
চরণের ধ্বনি কান পেতে শুনি দূরে কোন অজানায়।
            চাতকের মতো ব্যাকুল পিয়াসে
            চেয়ে থাকি আমি নিদাঘ আকাশে
দিবসের শেষে বিদায় রাগিণী করুণ সুরে যে বাজে।
দূর বাউলের গান শুনি আজ, আমার হৃদয় মাঝে।

২৪/০৬/২০১৭
মিরপুর, ঢাকা
(গীতিকবিতা)