দ্রোহের বীণায় ঝংকারী তোল প্রেমের অতুল সুর,
শিকল ভাঙার গীতিকা শোনাও দূর থেকে বহুদূর।
মানব প্রেমের বিমল প্রভা অন্তরের অন্তরে
জ্বালায়ে আলোক  প্রকাশ করো যে বিপুল কলস্বরে-
‘ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, ’
অমিয় বাণীর ফগ্লুধারায় ভাসাও মানুষ-প্রাণ।

রাজার কপাটে আঘাত হানো যে চেতনবিদ্ধতার,
শব্দানলের তীব্রতা দিয়ে ভাঙ্গো অহংকার।
মাঠে ময়দানে জ্বেলে দাও আলো দেশ প্রেমেরই মূলে,
অগ্নিবীণার সুর লহরীতে সত্যকে আনো তুলে।

আজো যেইখানে অত্যাচারীরা তীব্র আঘাত হানে,
সেইখানে তুমি জেগে উঠো কবি শিকল ভাঙার গানে।
বুলেটের চেয়ে অধিক শক্তি শব্দবানের তীর,
তুমিই শোনাও বিশ্ব বিবেকে, হে দ্রোহী মস্তবীর!

চির যুবা তুমি, অমর, অজেয় দ্রোহের অগ্নিবীণা!
অত্যাচারিতের অগ্রণী যুবা, চিরায়ত তার চিনা।
মানুষ রূপেতে জগতের মাঝে প্রেম ও দ্রোহের বুলবুল,
তুরীয়ানন্দে গেয়ে যাও গান বিদ্রোহী কবি নজরুল।

২৮/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।