দীঘল পথের শেষে এসে দেখি, রাতের অন্ধকার
ঢেউ তুলে যায় গর্জন করে; ভাঙ্গে জীবনের পাড়।
সুখ-প্রত্যাশী সকল মানুষে অনন্ত পারাবারে
অশান্ত হয়ে পৃথিবীর মাঝে সুখ খুঁজে বারেবারে।
অধরা সুখের শুভ্র বলাকা উড়ে যায় দূরে, হায়!
চাহিদার চাপে দুঃখ-কাতর মন কাঁদে বেদনায়।
আদি-অন্তের হিসাবে মেলে না চারিদিকে শূন্যতা,
জাগে হাহাকার! দেখি, জীবনের বিপুল অপূর্ণতা।
নির্জন স্থানে গহীন গোপনে করেছি মৌনব্রত!
পৃথিবীর বুকে করে গেছে সাধু-সিদ্ধপুরুষ যতো।
তাঁদের মতোন পারিনি বলে কি দেখছি অন্ধকার?
দুঃখ-বেদনা প্রেতিনী-স্বরূপ করে যায় তোলপাড়।
জীবনের শেষে শুধু চেয়ে যাই মানুষের পৃথিবীতে,
একটু পিরিতি, একটু শান্তি, একটু স্বস্তি চিতে।

০২/১১/২০২২
মিরপুর ঢাকা।