পালে বাতাস লাগলো বুঝি জোরে
নৌকাখানি উজান পানে ধায়
পিছন ফেলে সকল স্মৃতির মায়া
অহর্নিশি সামনেই ছুটে যায়।

এইখানেতে যারা আপন ছিলো
রঙ্গরসের ভালোবাসার ডোরে
যাচ্ছে চলে কোথায় যেন তারা
নদীর পাড়ে একলা রেখে মোরে।

দীঘল পথের শেষ সীমানায় এসে
আলোর রেখা যাচ্ছে নাতো দেখা
পিছন পানে তাকিয়ে দেখি সবে
চলে গেছে, দাঁড়িয়ে আছি একা।

জলতরঙ্গে আলো-আঁধার খেলা
দিনের শেষে সূর্য বসে পাটে
আঁধার থেকে ডাকছে মিহিন সুরে
তরীর আসায় বসে আছি ঘাটে।

নিশুত রাতে কে যেনো ভাই ডাকে
কোমল স্বরে, 'ঘর ছেড়ে তুই আয়
এইখানে তোর আর হবে না থাকা
যেতে হবে আরেক দুনিয়ায়।'


১৭/০৮/২০১৬
মিরপুর, ঢাকা।