. আমি সে-ই কবি, হে রবি!
পড়েছি তোমার এ কবিতাখানি
ভালোবাসা আর উন্মাদনায় এঁকেছি তোমার ছবি।
হে কবীন্দ্র মহাপ্রাণ! কবিগুরু বিবস্বান।
আজি হতে শতবর্ষ আগে-
খুলিয়া দক্ষিণদ্বার কোন বসন্তদিনে
লিখেছো কবিতাখানি কল্পনার তুলি টানি,
কতো অনুরাগে, শতবর্ষ আগে।
তোমার কাব্য সম্ভার এখনো চমৎকার,
সুখে-দুখে-প্রেমে আসি আমাদের ভালোবাসি
গেয়ে যায় গান;
হৃদয়স্পন্দনে জাগে বসন্তের অনুরাগে
ধীতস্থি অম্লান।
শতবর্ষ পরে-
আজো তুমি আছো কবি, অন্তরে বিলোল ছবি
এঁকে যায় নিতি যৌবনের রাগে,
আমাদের ঘরে ঘরে তব শতবর্ষ পরে।
স্বর্গ বাতায়ন খুলি লহো প্রাণের অঞ্জলি,
উতলা চেতন কথা;
ভ্রমর গুঞ্জনে জাগে প্রেমময় অনুরাগে
হৃদয়ের ব্যাকুলতা।
কবি প্রাণ তার মাঝে প্রত্যহ সকাল-সাঁঝে
সম্ভারিত অনুরাগে জ্বালায় হৃদয় প্রদীপ
হে কবীন্দ্র! মহাকালের প্রতিচ্ছবি,
কবি চেতনার চিরঞ্জীব।
১৩/০৯/২০১৪।
মিরপুর, ঢাকা।