নীল আলোর ঐ সাগর মাঝে ডুব দিয়েছি আমি-
ভুলে গিয়ে জনম কথা সকল গোয়ার্তুমি।
সাঁতার কাটি দিবা-রাতি কুল নাহি পাই খুঁজে,
চেতন ঘরে ঢেউ জেগেছে চক্ষু আসে বুঁজে।
নীলের ভেতর নীল মিশিয়ে করলে চমৎকার,
অবরুদ্ধ শুদ্ধতা সব তুলছে যে ঝংকার।
গহীন আলোর সকল ছটা অরূপ তোমার সাজ-
নিত্য এসে চিত্ত মাঝে আঁকে কারুকাজ।
আমার ভেতর আরেক 'আমি' হু হু করে কাঁদে,
বিচ্ছেদরই করুণ জ্বালায় পড়ে ভীষণ ফাঁদে।
যাহা আছে আমার কাছে সবই তোমার জানি-
তোমার আলোর রশ্মি ধারা করছে কানাকানি।
আমায় তুমি এবার ডুবাও গহীন নীলের জলে,
ক্লান্ত দেহ শান্তি লভুক তোমার পদতলে।
প্রভু! তোমার প্রেম-ছোঁয়াতে আমার অহঙ্কার
ভেঙ্গে দিয়ে আনবে আলো কাটবে অন্ধকার।
০১-০৩-২০১৪।