চারুলতা! দিবসের শেষ প্রান্তে এসে
বিমূর্ত এক আলোক ছড়িয়ে যে দিলে
আমার অন্তর জুড়ে; তুমি ভালোবেসে
জয় করে নিতে পারো বিবিধ কৌশলে।
আমাদের প্রতিক্ষণ সমস্যার জালে
ঘুরপাক খায়; হায়! তবুও জীবন
বহে অনৈক্যের মাঝে, সুন্দরের ভালে
সূর্যের তিলক এঁকে চলে প্রজনন।
মানুষের হৃদি-মাঝে রক্তের ক্ষরণ
রেখে যায়; দুঃখময় স্মরণের ছলে
জলধারা প্রবাহিত; সে অনুরণন
অন্তঃসার বিমূর্ততা অধিক কৌশলে।
চারুলতা, অতীতের সকল চাওয়া,
প্রগাঢ় প্রতীতি আজ হয়েছে হাওয়া।