আমার ধরায় দাও ছিটিয়ে তোমার প্রেমের শুদ্ধ-জল,
তোমার বুকে চেতন হারাই এইতো আমার কৌতূহল।
বক্ষে ধরি তোমার ছবি যক্ষেরই ধন যেই মতো,
দিচ্ছি পুজো রক্ত-ধারা নিত্য আমি সেই মতো।
অরূপ রূপের রূপের ধারা ছড়ায়ে দেই বিশ্বময়,
বল্গাহারা চেতনখানি শুদ্ধ জেনো নিঃস্ব নয়।
তারায় তারায় বসত আমার নৃত্য করি চাঁদের 'পর,
চিত্তখানি উজার করে সাগর জলে বাঁধি ঘর।
ঝড়ের সাথে পাল্লা দিয়ে ভেঙ্গে ফেলি অহংকার,
সূর্যটাকে টেনে আনি ঘুচাতে সব অন্ধকার।
তোমার কোমল পরশখানি হোক না অমল সরস হাত,
এক নিমেষেই বন্ধ হবে ধংসলীলার ঝঞ্ঝা বাত।
কষ্টগুলো লুকিয়ে রাখি নষ্ট বুকের অন্তরে,
সুখের আশায় দীঘল নদী যাচ্ছি নিতি সন্তরে।
বেভুল হৃদের অনেক কথা জমা রাখি সিন্ধুতে,
বিশ্বটাকে ঝটকা টানে ঘুরাই চেতন বিন্দুতে।