সুপ্রিয় কবিবন্ধুগণ,
শুভেচ্ছা নিন, সুন্দর থাকুন।
১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার আসন্ন 'বাংলা-কবিতার কবি সম্মেলন-২০২০'-এর অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সার্থক করে তোলার লক্ষে প্রয়োজনীয় পরামর্শ ও কর্মপরিকল্পনা গ্রহণের জন্য আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার, বিকাল ৪-০০ টায় কবি অনিরুদ্ধ বুলবুলের বাসায় [৩৩৮/১ আহম্মদ নগর (মনির উদ্দিন মসজিদ লেন], মিরপুর-১, ঢাকা] এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সম্মেলন উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ আগ্রহী ও উদ্যমী কবিবর্গের উপস্থিতি একান্তভাবেই কাম্য।
আরো উল্লেখ্য যে, কমিটির সদস্যবৃন্দ যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, অতিসত্ত্বর রেজিস্ট্রেশন করে নিবেন আশা করি। ধন্যবাদ।
যে কোন প্রয়োজনে -
কবীর হুমায়ূন : ০১৭৩৩-৯৯০ ৯৬৫
অনিরুদ্ধ বুলবুল : ০১৯১১-৩৮৫ ৯৫৫