প্রিয় কবি, আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে জানাচ্ছি, বাংলা কবিতার আসরকবি ড. শাহানারা মশিউর (চারুলতা কবি) স্বপ্রণোদিত হয়ে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু/মানুষ উপলক্ষ্য করে লিখিত কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করবেন ( https://www.bangla-kobita.com/sha1219/betikromee-shrishtir-deekey-ektu-drishti/ )। তাঁর এরূপ সুন্দর ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। কবির ইচ্ছার বাস্তবায়ন লক্ষ্যে বাংলা কবিতার আসরের কবিদের কাছ থেকে স্বরচিত কবিতা আহ্বান করছি।
উক্ত যৌথ কাব্যগ্রন্থে আপনার লেখা কবিতা প্রকাশ করার ইচ্ছে হলে, প্রতিবন্ধীদের প্রকারভেদ- মানসিক প্রতিবন্ধী; শারীরিক প্রতিবন্ধী; শ্রবণ প্রতিবন্ধী; দৃষ্টি প্রতিবন্ধী; বাক প্রতিবন্ধী; বুদ্ধি প্রতিবন্ধী; বহুমুখী প্রতিবন্ধী ইত্যাদি প্রতিবন্ধীদের উপর লেখা কবিতা দ্রুততম সময়ে (৩১ আগস্ট,২০২২ তারিখের মধ্যে) বাংলা কবিতার আসরে প্রকাশ করুন। সেই কবিতাগুলো সংগ্রহ করে মানসম্মত কবিতা নিয়ে প্রথম পর্যায়ে একটি কাব্যগ্রন্থে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। এর জন্য কোন কবিকে অর্থ প্রদান করতে হবে না।
উল্লেখিত বিষয়ে আপনার লিখিত সর্বোত্তম কবিতাটি বাংলা কবিতার আসরে প্রকাশ করুন এবং কবিতাটি নির্দিষ্টকরণের লক্ষ্যে সর্বনিম্নে লিখুন- ''সহমর্মিতার সংবেদন''। অথবা, এতদ্বিষয়ে, ইতোপূর্বে কবিতার আসরে আপনার কোন কবিতা প্রকাশিত হয়ে থাকলে, তা সম্পাদনা করে কবিতার সর্বনিম্নে লিখুন- ''সহমর্মিতার সংবেদন''।
নিম্নোল্লেখিত বিষয়গুলো লক্ষ্য রাখবেন-
১। একজন কবি শুধুমাত্র একটি কবিতাই নির্দিষ্ট করবেন। একজন কবি একাধিক কবিতা নির্দিষ্ট না করার জন্য অনুরোধ করা হলো।
২। ''সহমর্মিতার সংবেদন'' কাব্যগ্রন্থের জন্য কবিতা জমা দিয়েছেন এবং দিবেন; নিজের ছবিসহ সঠিক তথ্যাবলী প্রদানপূর্বক প্রোফাইল আপডেট করে নেওয়ার জন্য এবং সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার জন্য অনুরোধ করা হলো। সম্পাদক/এডমিন প্রয়োজনবোধে যোগাযোগ করার জন্য প্রোফাইলে হোয়াটসআপ/মোবাইল নম্বর (যা কবি নিজে এবং এডমিন ছাড়া আর কেউ দেখতে পারেন না) উল্লেখ করবেন।
৩। কবিতা নাতিদীর্ঘ হওয়াই উত্তম হবে (সর্বোচ্চ ২৪ পঙক্তির মাঝে সীমিত রাখলে ভালো হয়। তবে, উত্তম ও সুন্দর কবিতার ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে)।
৪। এ পোস্টের মন্তব্যের ঘরে সরাসরি কোন কবিতা পোস্ট করবেন না। শুধুমাত্র পরামর্শমূলক বক্তব্য মন্তব্যের ঘরে লিখতে পারেন।
৫। ''সহমর্মিতার সংবেদন'' কাব্যগ্রন্থের জন্য কবিতার আসরে কবিতা প্রকাশ করার পরও নিচের তালিকায় আপনার নাম না থাকলে; কবিতার আসরে পোস্টকৃত কবিতার লিঙ্কটি কপিপেস্ট করে মন্তব্যের মাধ্যমে অথবা কবিতার শিরোনাম এবং প্রকাশের তারিখ উল্লেখ করে মন্তব্য করুন।
ধন্যবাদান্তে-
কবীর হুমায়ূন
ইমেইল- a3bk6061@gmail.com
হোয়াটসএ্যাপ- +8801733 990965
সর্বশেষ আপডেট (তারিখ- ০১/০৯/২০২২; সময়- ১৩:০০)
-ঃ এ পর্যন্ত যে সকল কবিদের কবিতা সংগ্রহ করা হয়েছেঃ-
অজিত কুমার কর- অরুণিমা সিনহা
অনিরুদ্ধ বুলবুল- বিশিষ্ট
অবিরুদ্ধ মাহমুদ- আমি দলছুট এক ছেলে
অসিত কুমার রায় (রক্তিম)- আমি বাঁচতে চাই
আফরিনা নাজনীন মিলি- নেবো তুলে কোলে
আবুল হায়দার তরিক- চোখের আলো
আমান শেখ- আমার কি দোষ
আর ইসলাম- অসার তোদের মাথা মগজ
আল মামুন*- অভাগা এক বন্দীর জবানবন্দী
আলম সরওয়ার- ওরা প্রতিবন্ধী
আলমগীর সরকার লিটন- অভিশাপ নয়
উবায়দুল্লাহ আল ফারুক- প্রতিবন্ধী শহর
এইচ.এম.হিযবুল্লাহ- আমি বাক প্রতিবন্ধী
এম আর মাসুদ- আমি মানুষ
এম.এইচ.শ্রাবন- ইচ্ছে করে ডাকি মাকে
এম.ডি.জারজিজ হাসান (রাজ)- বাকরুদ্ধ যারা
এস এম জহিরুল ইসলাম- হৃদয়ে প্রশ্ন জাগে
কনক কান্তি বেরা- হাত বাড়াবো
কবি চাঁছাছোলা- আমি প্রতিবন্ধী নই কারো প্রতিদ্বন্দ্বী
কবীর হুমায়ূন- সহমর্মিতার সংবেদন
খলিলুর রহমান- আমি অন্যরকম
খালেদ আউয়াল- অন্যরকম শিশু
গোলাম রহমান- জন্ম নিতে চাই না প্রভু
চিত্ত রঞ্জন সরকার- অক্ষমের প্রতি সক্ষম
জগদীশ চন্দ্র মণ্ডল- সূর্য সৈনিক
জয়শ্রী কর- ভালোবাসো ওদের
জাকির হোসেন বিপ্লব- ওরাও আমাদের সন্তান
জাকিরুল চৌধুরী- প্রতিবন্ধী
জাহিদ হোসেন রনজু- প্রতিবন্ধী
টি এইচ মাহির- ছিন্নফুল
ড. প্রীতিশ চৌধুরী- হকিং
ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)- বিচিত্র নিখিল
ডা. প্রদীপ কুমার রায়(সুশোভন কবি)- আলো আঁধার
ডাঃ উজ্জ্বল মিশ্র- অন্ধ
তোফায়েল আহমেদ টুটুল- অপদার্থ
দীপঙ্কর বেরা- বিশেষ মানুষ
নাজমুন নাহার নূপুর- মানুষের তরে মানুষ
নাসিরউদ্দিন তরফদার (অনুব্রত কবি)- নির্বাক মেয়ে
প্রণব লাল মজুমদার- সহমর্মিতার ছোঁয়া পেলে
প্রনব মজুমদার- অনুসূয়া
ফয়জুল মহী- অলিখিত উপন্যাস
ফরিদ হাসান- অচিত্রিত চিত্রক
ফাতেমা-তুজ-জহুরা- বিশেষ বাবা মা
ফেরদৌস আহ্ মেদ(আকবর)- প্রতিবন্ধী মনের বেদনা
বিপুল চন্দ্র রায়- আমরা প্রতিবন্ধী
বিভূতি দাস- বিশেষ সাহায্য
বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর)- আমি এক পাখি দেখলাম
বুলু বিশ্বাস- বাক-প্রতিবন্ধী শিশু’র আর্তনাদ
বেগম সেলিনা খাতুন- প্রতিবন্ধী
বোরহানুল ইসলাম লিটন- আমার ভাই বেদারুল
মল্লিকা রায়- প্রতিবন্ধী
মহঃ সানারুল মোমিন (বিনায়ক কবি)- প্রতিবন্ধীকতা নয় প্রতিভাহীনতা
মাহমুদ রেজা- সহমর্মীতার আশা
মিলেটস- অপরাজিত
মুকুল সরকার (নির্মলেন্দু কবি)- সমান্তরাল
মুনীর আল মুসান্না- ভালোবাসা ভালোবাসা
মুহাঃ লোকমান হোসেন- প্রতিবন্ধি
মুহাম্মদ মনিরুজ্জামান- অদম্য আম্বিয়া খইফুল এখন
মুহাম্মদ মোজাম্মেল হোসেন- বিশেষ চাহিদা সম্পন্ন শিশু
মুহাম্মদ রুহুল আমীন- শূন্যতার হাহাকার
মূলচাঁদ মাহাত- বিকলাঙ্গ জগন্নাথ
মোঃ জানে আলম- দীপ্তিহীন নয়ন
মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)- বেদনার উপাখ্যান
মোহাম্মদ বিন তারেক- ওরাও মানুষ
মোঃ বুলবুল হোসেন- প্রতিবন্ধী হলেও মানুষ
মোঃ মিসবাহুল হক সিফাত- বোবা বালকের গল্প
মোঃ সিরাজুল হক ভূঞা- দুই টাকার ফুল
মোহাম্মদ সাদিকুল আলম- অনবদ্য
যাদব চৌধুরী- এক পৃথিবী
রক্তিম দিগন্ত- অসহায় প্রতিবন্ধী
রত্না দেব বিশ্বাস ভৌমিক- বিশেষ সমাদর
রনি পারভেজ- আমি ফাতেমা বলছি
রিঙ্কু রায় (ধ্রুবতারা কবি)- অর্থী
রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি)- সর্ব শক্তিহীনতায় আমিও আছি
রেজাউল করিম সোহাগ- নাম তার শান্ত
রেদওয়ান তালুকদার- প্রতিবন্ধী
শরীফ এমদাদ হোসেন- তাহলেই
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান- অন্যরকম শিশু
শহীদ উদ্দীন আহমেদ- আত্মকথন
শাজাহান কবীর শান্ত- অন্ধ আমার চোখ
শামীম উল্লাহ- অবহেলার ফল
শাহ্ সাকিরুল ইসলাম- আমরাই প্রতিবন্ধী
শ্যামল কুন্ডু- ঈশ্বর, করি অনুনয়
শ্রী সঞ্জয় ঋজু- ওরা বা তারা
সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি- মানবতার দায়
সমীর প্রামাণিক (অম্বরীষ কবি)- মেঘ সরিয়ে
সরদার আরিফ উদ্দিন- কাকে তুমি প্রতিবন্ধি বলো?
সাইদুল রণি- বরং প্রতিবন্ধী তুমি
সুদীপ মুখার্জ্জী- সবারে মানুষ ভেবো অন্য কিছু নয়
সুদীপ্তা চৌধুরী- একবার বল মা
সুবীর ভট্টাচার্য্য (দীপ্তেন্দু কবি)- প্রদীপ্ত
সুমন চৌধুরী- প্রতিবন্ধী
সোহেল ইসলাম- দেখা হলো না
সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি)- সন্ধান চাই
স্বপন গায়েন (উদয়ন কবি)- প্রতিবন্ধী
স্বপন বিশ্বাস (সায়ন্তন কবি)- প্রতিবন্ধীর প্রতি
হাজেরা কোরেশী অপি- আমি পদ্মলোচন বলছি
হাফিজুর রহমান চৌধুরী- প্রতিবন্ধী