(কবি আসাদ চৌধুরী (১১ ফেব্রুয়ারি, ১৯৪৩ - ৫ অক্টোবর, ২০২৩) বাংলাদেশের একজন কবি ও সাহিত্যিক ছিলেন। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া রচনা করেছেন। ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তাঁর কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত।। আমার এ লেখা সেই বরেণ্য কবিকে স্মরণ করে।)


বিবেকের জং-ধরা দরোজায় করাঘাত হেনে
জাগ্রত করতে চেয়েছো সংঘটিত ক্রদ্ধ চেতনায়।
জল্লাদের অন্যায়ের হিমালয় দৃঢ় হাতে টেনে
ভাঙার আপ্রাণ চেষ্টা করে গেছো সোনার বাংলায়।
সত্যকে খুঁজেছো তুমি এখানে সেখানে; আমাদের
সংসারে, সমাজে, রাষ্টে; কবির কলমে, ব্যবসায়।
অতঃপর, বুঝে গেছো সত্যেরা ফেরারী! 'মামাদের'
যোগসাজশে ওসব ভেসে যায়, বানের বন্যায়।

স্বকীয় প্রভায় জ্বলে কালোর্ত্তীর্ণ হলে বিশ্বময়;
চলে গেলে দূরলোকে কালের প্রভাবে অজানায়।
দেখিয়ে গিয়েছো তুমি, বাংলার সাহিত্য নিঃস্ব নয়,
গণমুখী, নান্দ্যনিক কতো গীতিময় কবিতায়।
আর ডাকবে না সেই তবক দেওয়া পান-সুপোরী-
'ফিরে আয়, ফিরে আয়, প্রিয়তর আসাদ চৌধুরী'।

০৬/১০/২০২৩
ঢাকা।