আমি তোমারই কবি, জগতের মাঝে
প্রতিরাতে রচে যাই কবিতার ফুল;
পরাবো কন্ঠে তোমার; তাই প্রতি সাঁঝে
তোমার গৃহেতে আসি হইয়া ব্যাকুল।
রাতুল চরণে বাজে নূপুরের ধ্বণি,
উন্মন উদাসী কতো কথা কয়ে যায়
বিমোহিত হৃদয়ে; যেন নির্ঝরিনী
সোহাগ ছড়িয়ে দেয় শীতল ছাঁয়ায়।
শরমের পর্দা খুলে সরস হাসিতে
ভাসাও চিত্ত আমার, প্রিয় প্রিয়তমা!
বিক্ষিপ্ত মরমের দুঃখগুলো নাশিতে
তোমার শরীরে করো আনন্দের জমা।
সুখের নদীতে আমি সাম্পান ভাসাই,
সারারাত অবিরাম শুধু বেয়ে যাই।