অত্যন্ত দুঃখের আসরের সকল কবিদের জ্ঞাতার্থে লিখছি যে, আমাদের আসরের কবি নিজাম গাজী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।
মোবাইলে অসুস্থ কবির সাথে আলাপ করে জানতে পারলাম যে, কবি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ২৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। যারা কবির শারীরিক খবরাখবর নিতে এবং সহমর্মিতা জানাতে চান, তাদের জন্য- +8801831536152 (নিজাম গাজী)।
কবির দ্রুত সুস্থতা কামনা করছি।
বি:দ্র: ছবিটি কবি নিজাম গাজীর ফেসবুক পেইজ থেকে নেয়া।