֍ প্রিয় কবিবন্ধুগণ,
    বাংলা কবিতার আসরের সাহিত্য-আলোচনা ও কবিতা পাঠ।
֍ তারিখঃ  
     ২৮ সেপ্টেম্বর, ২০১৯;
     শনিবার।  
֍ সময়ঃ
    বিকাল ৩-৩০ ঘটিকা।
֍ উদ্দেশ্যঃ  
    আড্ডা ও আলোচনা;
    স্বরচিত কবিতা পাঠ।  
֍ যারা উপস্থিত থাকতে পারবেনঃ
    কবিতার আসরের সকল কবিগণ এবং তাঁদের বন্ধু-বান্ধবগণ।
֍ স্থানঃ
     দিশা (DISA)
     ৩য় তলা, লিফট-এর ২
     (আলোঘর লাইব্রেরী সংলগ্ন)
     বাড়ি নং- ১১,  ব্লক- ই,
     বর্ধিত পল্লবী, দুয়ারীপাড়া,
     মিরপুর সাড়ে এগার,  ঢাকা-১২১৬।
֍ অনুরোধঃ
    দয়া করে, উপস্থিতির ইচ্ছা মন্তব্যে জানাবেন।
֍ প্রয়োজনে মোবাইল নম্বর-
    অনিরুদ্ধ বুলবুল- ০১৯১১-৩৮৫-৯৫৫
    কবীর হুমায়ূন- ০১৭৩৩-৯৯০-৯৬৫
    



পথ নির্দেশন-