[ প্রিয় বন্ধুগণ,
ইদানিং কবিতা পড়তে, লিখতে কেনো যেনো ভালো লাগছে না। এক অজানিত অস্থিরতা চেতনার ভেতর ক্রিয়াশীল। বন্ধুদের অনেক কবিতা 'ওপেন' করে কিছুটা পড়ে আর পড়তে ইচ্ছে করে না; তাই, মন্তব্যও করা হয় না। আমাকে ক্ষমা করো প্রিয় বন্ধুগণ, তোমাদের মন্তব্যেরও জবাব দিচ্ছিনা বলে। ভালো থেকো সবায় সব সময়।]
-----------------------------------------------------------------
যখন অন্ধকারে বসে থাকি এই আমি-
আসবে তুমি চুপিসারে রাই তুমি;
আলোয় আলোয় ভরে দিবে
আঁধারটুকু কেটে নিবে,
উজ্জ্বলতায় উঠবে ভরে এই যামী।
আকাশ তারায় তোমার ছবি হাসবে,
আমার এ মন পাগল পারা সুখের জলে ভাসবে।।
যখন ডাকবো তোমায় আকুল হয়ে প্রাণ-সুরে-
নৃত্য তালে আসবে তুমি মন পুরে;
চাঁদের কণা পড়বে ঝরে
এই আঙ্গিনায় থরে থরে,
দুঃখগুলো বন্দি হবে সুদূরে।
আকাশ তারায় তোমার ছবি হাসবে,
আমার এ মন পাগল পারা সুখের জলে ভাসবে।।
যখন মন্দারেতে তুলবো আমি রাগিণী-
দুঃখ ঝেড়ে আসবে তুমি রুক্ষিণী;
স্বর্গ-পুরে উথাল হাওয়া
উজান গাঙে নৌকা বাওয়া,
দেখবো চেয়ে আসছে আমার পদ্মিণী।
আকাশ তারায় তোমার ছবি হাসবে,
আমার এ মন পাগল পারা সুখের জলে ভাসবে।।