আজো তুমি আছো হৃদয়ে বন্ধু, বসতি আমার মনে,
রহিছো নীরবে গোপনে গোপনে এ পরাভূত জীবনে।
আকাশের নীলে ছিলে যে গোপনে,
রহো নাই তুমি আমার ভুবনে;
ঘুরি দিবানিশি চষি তারা-শশী তোমার অন্বেষণে।
রাত্রি নিশিথে হেঁটেছি খুশিতে, এঁকেছি তোমার ছবি,
চাঁদের আলোতে সাজিয়ে তোমাকে এখন হয়েছি কবি।
স্বপনে স্বপনে গোপনে গোপনে
দরশন দাও আমার এ মনে,
পুলকিত হয়ে রেখেছি হৃদয়ে দেখি নাই জাগরণে।
শত শত তারা আলোক ছড়ায় ঘুচে নাহি তাতে কালো,
চাঁদের আলোতে তুমি হেসে উঠো, জীবনে প্রদীপ জ্বালো।
মরমের ব্যথা মরমে রাখিয়া,
তোমারে চাহি গো, হে আমার প্রিয়া!
বিশ্ব ব্যপিয়া উঠো ঝলকিয়া, প্রিয়তি আমার মনে।
০৬/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।