বাংলা-কবিতা ওয়েবসাইটের এডমিন জনাব আশফাকুর রহমান পল্লব আগামী কাল, মঙ্গলবার, ২১/০২/২০১৭ তারিখ, সকাল ৮.৩০ থেকে ৯.০০ টার মধ্যে ঢাকা থেকে কোলকাতার 'দমদম আন্তর্জাতিক বিমান বন্দর'-এ পৌঁছবেন, ইনশাআল্লাহ। ওখানে তিনি প্রায় ৭/৮ ঘন্টা অবস্থান করবেন। অতঃপর, তাঁর অসুস্থ পিতার সুচিকিৎসার লক্ষ্যে বিকাল ৫.০০ টায় বেঙ্গালুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
কোলকাতায় অবস্থানরত কবিতার আসরের যে সকল কবিগণ প্রিয় এডমিনের সাথে সাক্ষাৎ করতে চান; তারা উল্লেখিত সময়ের মধ্যে যোগাযোগ করুন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, গতকাল (১৯/০২/২০১৭) ঢাকা এবং আশেপাশে অবস্থানরত কবিগণ বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গনে প্রিয় এডমিন মহোদয়ের সাথে বাসন্তিক সন্ধ্যাটি আনন্দঘনভাবে অতিবাহিত করেছেন।
বিঃদ্রঃ কোলকাতায় অবস্থানরত কোন আগ্রহী কবি আলোচনায় সভায় একটি পোস্ট দিয়ে অথবা নিজেদের মাঝে যোগাযোগ করে সদলবলে এডমিনের সাথে সাক্ষাত করতে পারেন।
এ লক্ষ্যে এডমিন পল্লব সাহেবের মোবাইল নম্বর- +৮৮০১৬৩৩৩৫১৫৭৮ এ যোগাযোগ করুন।
ধন্যবাদ।