প্রিয় কবি সুহৃদ,
আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, bangla-kobita.com আয়োজিত বাংলা কবিতার আসরের কবিদের ভালোবাসার আড্ডা, স্বাধীনতা দিবস ও কবিতা পাঠের কবিতার আসর আগামী ১৮ মার্চ, ২০২৩; শনিবার বিকাল ৪-০০ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঠযোগ্য স্বরচিত কবিতাসহ কবিদের কাব্যিক আড্ডা ও কবিতা পাঠের আসরে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।

অনুষ্ঠান স্থলঃ
ম্যারিগোল্ড ইণ্টারন্যশনাল হাই স্কুল
বাড়ি নম্বর- ১২/চ/৪
রোড নম্বর- ২, শ্যামলী, ঢাকা।
(শ্যামলী সিনেমা হলের বিপরীত পার্শ্বের রাস্তা (রোড নং- ২) দিয়ে ৪/৫ মিনিটে হেঁটে যাওয়া যায় (রিক্সা ভাড়া ২০ টাকা)।


প্রয়োজনে-
কবীর হুমায়ূন- ০১৭৩৩-৯৯০৯৬৫

যারা উপস্থিত থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন -
সর্বকবি
১। এম, এইচ শ্রাবন
২। সাইফ উদ্দিন সায়েম
৩। তুহিন-উল-ইসলাম
৪। মোঃ খবির উদ্দিন
৫। আকুল শেখ
৬। আলমগীর সরকার লিটন
৭। কে এম এইচ শাহরিয়ার
৮। ফাতেমা-তুজ-জহুরা
৯। মুহাম্মদ আবু ইউসুফ সাগর
১০। মুহাম্মদ মোজাম্মেল হোসেন
১১। হুমায়ূন কবির
১২। রুনা লায়লা
১৩। মুহাম্মদ মনিরুজ্জামান
১৪। বেগম সেলিনা খাতুন
১৫। মোঃ জাকিরুল চৌধুরী
১৬। মুহাম্মদ রুহুল আমীন
১৭। অবিরুদ্ধ মাহমুদ
১৮। মোঃ বুলবুল হোসেন
১৯। মনিরুল ইসলাম মনির
২০। মোঃ শামীম উল্লাহ
২১। রুবেল হোসেন খান
২২। এম নাজমুল হাসান
২৩। এইচ আই হামজা
২৪। রূপন দাস
২৫। শিকদার ওয়াহিদুজজামান
২৬। মোহাম্মদ খায়রুল কাদির
২৭। খায়রুল আহসান
২৮। ফরিদ হাসান
২৯। রুবেল হোসেন খান
৩০। নাবিলা ইয়াসমিন