আমরা চলেছি পিছে, অন্ধকার রাত্রির ভেতরে;
নিভে যাচ্ছে নক্ষত্রের উজ্জ্বল সোনালী স্পষ্ট আলো।
চাল নেই, চুলা নেই, হাড়িশূন্য আমাদের ঘরে
দুর্ভিক্ষের কড়া নাড়ে; সমস্বরে বলে যাচ্ছি- 'ভালো'।
পুরনো শকুন আসে শানানো নখরে এই দেশে,
লোভের কুণ্ডলী বাড়ে কতিপয় মানুষের মনে;
তারা আরো বেশি হিংস্র, হয় লোভাতুর সর্বনেশে,
ক্ষমতার অপব্যবহারে লুটে প্রকাশ্যে গোপনে।

সর্বত্র প্রবল চাপে সাধারণ শান্ত জনগণ,
ধর্ষণ-ভাংচুর চলে, লুটপাট মব-পরিবেশ।
আখের গোছাতে তারা অহরাত্রি করেছে যে পণ;
ধ্বংস হচ্ছে সুজলা সুফলা এই স্বাধীন স্বদেশ।
সমাজের সভ্যতার অবশেষটুকু আর নাই,
ষড়যন্ত্রের কুমন্ত্র চারিদিকে পাখা মেলে তাই।

১১/০৪/২০২৫
পানতাই রিসোর্ট, সাজেক, খাগড়াছড়ি।