আমার নয়নের জলে সৃষ্টি এ নদী-
মেঘনা-যমুনা, মনু-ইছামতি;
তোলপার করে বয়ে যায় ওরে,
গঙ্গা-পদ্মা, লুসাই-মধুমতি।
আজ তোমার বিরহে শোকাতুর হয়ে
কেঁদে যাই প্রিয় বেদন হৃদয়ে;
সইতে পারি না, রইতে পারি না,
ভুলতে পারি না; কাঁদি নিরবধি।
এই জগতের মাঝে এত যে বেদন,
এত যে দুঃখ, এত যে কাঁদন;
বাঁধন মানে না, সাধন জানে না,
শুধু ছুটে যায় সুদূরের প্রতি।
তাই স্বপনের কথা গোপনে গোপনে
অযাচিতভাবে ব্যথা আনে মনে;
'ভালোবাসো মোরে'- বলি করজোড়ে,
শোনে না আমার করুণ মিনতি।
আমি জগতের ধারা বুঝিনিকো তাই,
নিজের ভেতরে নিজেকে লুকাই;
যত কূটচাল করিতে বেহাল
অদেখার কাছে জানাই প্রণতি।
প্রিয়, আবার আসিলে এই পৃথিবীতে,
চাইবো তোমারে নব সংগীতে;
জীবনের ডোরে বাঁধিব তোমারে,
নিত্য জানাবো প্রণয় আরতি।
০৯/০৪/২০২৫
ঢাকা।