যেদিক তাকাও দেখতে পাবে আল্লাহ মহান বিরাজমান,
বলবে যেজন- আল্লাহ কোথায়? সে হবে রে নাফরমান।
নিজ সুরুতে আদম বানায়
সেথায় আবার নিজেই লুকায়;
'কুলবিল মুমিন আরশে আল্লাহ' দিয়েছেনতো সেই ফরমান।
চন্দ্র-সূর্য, গ্রহ-তারা দ্রুতবেগে ছুটছে তারা,
জ্বিন-ফেরেস্তা সৃষ্টি যারা, সবাই দেখে আত্মহারা।
নিজের মাঝে নিজে বসে
চালায় বিশ্ব নিজ আদেশে;
হাসে-খেলে রঙ্গরসে কোরানে দেয় সেই প্রমাণ।
মেরাজ থেকে এলেন নবী, দেখে এলেন রূপের ছবি;
আল্লাহ কেমন? কেমন খুবি? জিজ্ঞাসিলো সব সাহাবী।
বলেন নবী প্রশ্ন শুনে-
তুমি যেমন ত্রিভুবনে
আল্লাহ সেরূপ নিজের গুণে নিরাকারের আকারখান।
০৪/০৪/২০২৫
ঢাকা।