ধর্ষণের দর্শনের প্রতি যার হৃদয়ে প্রোথিত,
রমণীয় বৈধ রমণী সত্বেও, সে ধর্ষক হবে।
কখনো অন্তরে তার বোধোদয় হবে না গ্রন্থিত;
অজাচার-অনাচার চেতনায় চিরদিন রবে।
মক্ষি চরিত্রের নর খুঁজে ফেরে ক্ষতস্থান যতো,
শত নোংরা আস্তাকুড়ে সর্বদাই করে বিচরণ।
মধুমক্ষি তাড়নার চিন্তা, তার হয়েছে নিহত,
তাই, কুসুম কাননে কদাপিও করো না গমন।
মানুষের ভালবাসা পেতে হলে মাটির ভুবনে,
স্বীয় আত্মা পরিশুদ্ধ করে নাও জগত সংসারে;
প্রতিক্ষেত্রে ভালোবাসা নিয়ে রহো মানুষের সনে,
প্রকাশ্যে গোপনে যতোকিছু করো এই ভবপারে।
মনুষ্যজীবনপ্রাপ্তি, যজ্ঞময় সাধনার ফল,
অবাঞ্ছিত, অযাচিত কর্মফলে হয় তা' বিফল।
০৪/০৪/২০২৫
ঢাকা।